পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষ্যে মহাপরিচালক ,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এর পক্ষ হতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় , শাজাহানপুর , বগুড়া এর অধীন সকল ভাতাভোগী সদস্যদের মাঝে গত ০৩/০৬/২০২৫ ইং তারিখ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় । বর্তমানে কর্মরত মোট ৩০ জন ভাতাভোগী সদস্য ঈদ উপহার সামগ্রী গ্রহণ করে । প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল চাষী (স্কয়ার ) ১ কেজি , সেমাই (সাধারণ) কুলসন ২০০ গ্রাম (২ প্যাকেট) , সেমাই (লাচ্ছা ) বনফুল ২০০ গ্রাম (২ প্যাকেট) , গুড়া দুধ ডানো ২০০ গ্রাম , সুজি তীর ৫০০ গ্রাম , নুডুলস কোকোলা ৩০০ গ্রাম , চিনি ফ্রেশ ১ কেজি , সয়াবিন তেল রূপচাঁদা ০১ লিটার , লোগোসহ শপিং ব্যাগ ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS